September 27, 2022

বৃষ্টিতে পণ্ড ম্যাচ, সমতায় শেষ হলো ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

প্রথম দুই ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা জানান দিয়েছিল, এবার তারা হয়তো ভারতের মাটি থেকে সিরিজ জয় করেই ফিরবে। সেসঙ্গে অধিনায়কত্বের দায়িত্ব নেয়ার পর রিশাভ পান্তের জন্য যেন অপেক্ষা করছিল একরাশ হতাশা।

Thank you for reading this p

ost, don't forget to subscribe!

 

 

 

কিন্তু না, তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় ভারত এবং টানা দুই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে। ফলে পঞ্চম এবং শেষ ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণী ম্যাচ হিসেবে। এক কথায় যেন ফাইনাল।

সেই ম্যাচটিই আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। সময়মত টসও হয়েছিল। টস জিতে ভারতকে ব্যাট করতেও পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকান অধিনায়ক কেশভ মাহারাজ। এমনকি ম্যাচটা মাঠেও গড়িয়েছিল।

কিন্তু ৩.৩ ওভার খেলা হওয়ার পরই নামে বৃষ্টি। ততক্ষণে দুই ওপেনার ইশান কিশান এবং রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারিয়ে বসে স্বাগতিক ভারত। ৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ২৮ রান।

এ সময় নেমে আসা বৃষ্টি হলো মুষলধারে। থামার নামগন্ধও ছিল না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন বোঝা গেলো, ম্যাচ আর মাঠে গড়ানো সম্ভব নয়, তখন রেফারি জাভাগাল শ্রীনাথ ম্যাচটি বাতিল বলে ঘোষণা দেন।

যার ফলে সিরিজ নির্ধারণী ম্যাচটি আর শেষ হলো না। সিরিজও নির্ধারণ হলো না। শেষ হলো ২-২ এ সমতায়।

x

x